অধ্যাপক অরবিন্দ পাল
দর্শন বিভাগ, ভট্টর কলেজ, দাঁতন
Volume VII, Number 1, 2017 I Full Text PDF
Article DOI: 10.25274/bcjms.v7n1.bn-v7-01-02
সংক্ষিপ্তসার (Abstract): আত্মহত্যার ন্যায় করুণা-হত্যা (Euthanasia)ও একটি বহু-বিতর্কিত বিষয় । পিটার সিঙ্গার থেকে শুরু করে জেমস র্যালচেলস, ফিলিপ্পা ফুট প্রমুখ প্রথম সারির বহু নীতি দার্শনিক “ইচ্ছা মৃত্যু” সম্পর্কে বহু আলোচনা করেছেন । Euthanasia বা ইচ্ছামৃত্যুর সজ্ঞায় Marvin Kohl বলেন, “The painless inducement of a quick death” । ‘Euthanasia’ শব্দটি গ্রীক শব্দ ‘Euthanatos’ থেকে এসেছে। গ্রীক শব্দ ‘Eu’ এর অর্থ হল Well বা Good অর্থাৎ ভালো, আর ‘Euthanatos’ শব্দের অর্থ হল ‘Death’ অর্থাৎ মৃত্যু। সুতরাং গ্রীক ‘Euthanatos’ শব্দের অর্থ হল ‘Good Death’ অর্থাৎ শান্তি মৃত্যু বা ‘স্বস্তিমৃত্যু’। Euthanasia শব্দটির আভিধানিক অর্থ হল, ‘করুণা হত্যা’ বা ‘সৌজন্য-হত্যা’, যে হত্যায় মৃত্যুকাঙ্খী ব্যাক্তির মৃত্যুটি হয় শান্তিপূর্ণ । শান্ত ও সহজ মৃত্যু বা স্বস্তিমৃত্যুই (Mercy Killing) হল করুণা-হত্যা (Euthanasia) । অনারোগ্য ব্যাধির অশেষ যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য সহজ ও শান্তভাবে জীবনের অবসান ঘটানো (a gentle and easy death) হল কাঙ্ক্ষিত হত্যাজনিত মৃত্যু (When death is desired) । করুণা-হত্যার প্রধান তিনটি প্রকার হল – (১) ঐচ্ছিক করুণা-হত্যা (Voluntary Euthanasia) (২) অনৈচ্ছিক করুণা-হত্যা (Non-Voluntary Euthanasia) এবং (৩) ইচ্ছাবিরোধী করুণা-হত্যা (Involuntary Euthanasia) । করুণা-হত্যা দুইভাবে হতে পারে – (১) নিশ্চেষ্ট (Passive) এবং সচেষ্ট (active euthanasia) । মৃত্যু পথযাত্রীর চিকিৎসা বন্ধ করে চিকিৎসক তার মৃত্যুকে ত্বরান্বিত করলে হয় নিশ্চেষ্ট করুণা-হত্যা । আর প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে চিকিৎসক মৃত্যু পথযাত্রীর তাৎক্ষণিক মৃত্যু ঘটালে তা হয় সচেষ্ট করুণা-হত্যা । নেদারল্যান্ডস্ ছাড়া অন্য কোন দেশে এ যাবৎ সচেষ্টকরুণা-হত্যা আইনসম্মতরূপে গ্রাহ্য হয়নি। সাধারণত ‘Euthanasia’ বলতে অনারোগ্য (incurable) ব্যাধিতে জর্জরিত এবং অসহ্য যন্ত্রণাক্লিষ্ট মরণেচ্ছু মানুষকে দয়া দেখিয়ে সহজ ও শান্তিতে যাতনাহীন স্বচ্ছন্দ মৃত্যু ঘটিয়ে দেওয়া বোঝায়। যাতনাহীন স্বচ্ছন্দ মৃত্যু বা করুণা হত্যা ঘটানোর ব্যাপারটা ‘Euthanasia’র একটি দিক মাত্র। সেই সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে যে অনারোগ্য যন্ত্রণাক্লিষ্ট মরণেচ্ছু হতভাগ্য মানুষটি মরে বাঁচছে কিনা। অর্থাৎ মৃত্যু তার কাছে আশীর্বাদ হয়ে এসেছে কিনা।
Keywords: Voluntary Euthanasia, Non-Voluntary Euthanasia, active euthanasia, Mercy Killing
Related Posts:
- ইন্দ্রিয়সংযমের শিক্ষা ও রামায়ণঃ একটি আলোচনা
- তিতাস একটি নদীর নাম’ : ব্যক্তিজীবন বনাম গোষ্ঠীজীবনের প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্ব
- জাতীয়তাবাদী আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর শিক্ষাভাবনা
- The concept of “Passing” and Transgender Identity: An Analysis of Jackie Kay’s Trumpet
- Ethical Responsibility in a Modernist Universe: America in the Canvas of Miller’s All My Sons
- The time-dependent discrete variable representation (TDDVR) method to the quantum dynamics on ethylene (C2H4+)