দাঁতনে ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ ও হিন্দু মূর্তির পুরাতাত্ত্বিক সমীক্ষা

পূর্ণচন্দ্র সাউ , সুনীল কুমার গিরি
Bhatter College Dantan

[Article History: Received: 10 Sept 2023. Revised: 25 Sept 2023. Accepted: 30 Sept 2023. Published: 5 Oct 2023]

Full-Text PDF Issue Access

সংক্ষিপ্তসার

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান হল দাঁতন। প্রাচীনকাল থেকে এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এই জীবিকাকে অবলম্বন করেই কিছু কিছু সম্প্রদায় এখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। পরবর্ত্তিকালে দাঁতন যে সমৃদ্ধ জনপদ ছিল তার অনেক প্রমাণ রয়েছে। বড় বড় দীঘি, প্রচুর মন্দির, মন্দিরের পাশে পড়ে থাকা নানা প্রাচীন ভগ্নমূর্তি আজও অনায়াসে চোখে পড়ে তাছাড়াও বহু রাজা-জমিদার আদ্যিকালে এই স্থানে বিভিন্ন স্থাপত্যের কীর্তি নির্মাণ করেছিলেন। বর্তমানে ওই সমস্ত সৃষ্টির নিদর্শন ভগ্নাবশেষ হিসাবে এই অঞ্চলের কোথাও কোথাও পাওয়া যায়। দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকা কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি কোনো ব্যক্তি বিশেষের দ্বারা উদ্ধার প্রাপ্ত হয়ে দাঁতনের বিভিন্ন প্রতিষ্ঠানে সংগৃহীত ও সংরক্ষিত আছে। কিন্তু এখনও সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সংগৃহীত ও সংরক্ষিত করার তেমন কোনো প্রচেষ্টা লক্ষ করা যায় না। এখনও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি অযত্নে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। সেই অবহেলিত বহু মূল্যবান ধ্বংসপ্রাপ্ত প্রাচীন দেবদেবীর বিভিন্ন অংশের প্রতীকী মূল্য বিশ্লেষণ, মূর্তিরস্বরূপ ও সময়কাল নির্ধারণই বর্তমান আলোচনার অভিপ্রায়।

শব্দসূচী: মূর্তি, ভগ্ন, প্রত্নতত্ত্ব, ধ্বংস, নিদর্শন, ভাস্কর্য, স্থাপত্য প্রভৃতি।

Sustainable Development Goals: Peace, Justice, and Strong Institutions