দাঁতনের লোক ঐতিহ্যধারায় গাজন উৎসব ও জামডালি গান— একটি সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক অনুসন্ধান

Purbasha Maity
Department of Bengali, Bhatter College, Dantan 

[Article History: Received: 10 Sept 2023. Revised: 25 Sept 2023. Accepted: 30 Sept 2023. Published: 5 Oct 2023]

Full-Text PDF Issue Access

সারসংক্ষে

পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তে, ওড়িশার বালেশ্বর জেলার উত্তর-পূর্বে অবস্থিত দাঁতন-১ ব্লক। নৃতাত্ত্বিক ও ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলা ভাষা ও সংস্কৃতির মানচিত্রে স্বতন্ত্র আসন অধিকার করে রয়েছে পশ্চিমবঙ্গের এই প্রান্তিক ভূখণ্ডটি। ভাষার ক্ষেত্রে যেমন দেখি উত্তরা ওড়িয়া, দক্ষিণ-পশ্চিম বাংলা বা South Western Bengali (বাংলা-ওড়িয়া উভয় ভাষার সঙ্গে সাদৃশ্য বিশিষ্ট পূর্বী রাঢ়ীর একটি বিভাষা) ও অস্ট্রো-এশিয়াটিক ভাষাসমূহ – তিনটি স্বতন্ত্র ভাষাবলয়ের সহাবস্থান, সংস্কৃতির ক্ষেত্রেও তেমনই উৎকলীয়-বঙ্গীয়-উপজাতীয় — এই তিনটি ভিন্ন সংস্কৃতির রেণুগুলির পারস্পরিক আদান-প্রদানে গড়ে উঠেছে এক মিশ্র সাংস্কৃতি বলয়। শিবের বার্ষিক উৎসব গাজনে দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার লোকায়ত সংস্কৃতির এই চারিত্র্য ধর্মটি পরিলক্ষিত হয়। আর্য-প্রাগার্য, উৎকলীয়-বঙ্গীয় —বিভিন্ন সংস্কৃতির রেণুগুলির সমন্বয় ও সংমিশ্রণে গড়ে উঠেছে উৎসবের বিভিন্ন আচার-বিধি। গাজনোৎসবের জামডালি গানগুলিও এই ভাষিক ও সাংস্কৃতিক সংমিশ্রণের পরিচয়বাহী। তাই এই সাংস্কৃতিক মিশ্রণের প্রবাহকে সম্যকভাবে অনুধাবন করতে গেলে লোকউৎসব গাজন ও তার আনুষঙ্গিক গানগুলির  স্বরূপ ও উৎস অনুসন্ধান জরুরী হয়ে ওঠে।

সূচক শব্দ: দাঁতন, লোকঐতিহ্য, গাজন উৎসব, সাংস্কৃতিক বিকিরণ, সাংস্কৃতিক আত্মীকরণ, জামডালি গান, মৌখিক ঐতিহ্য, উত্তরা ওড়িয়া উপভাষা, মিশ্রসংস্কৃতি

Sustainable Development Goals:Partnership for the Goals