দাঁতনের আদিবাসী সম্প্রদায়ের লোকচিকিৎসা পদ্ধতি

গুলশন ঘোষ অমিত কুমার দাস 

, ভট্টর কলেজ, দাঁতন

[Article History: 10 Sept 2023. Revised: 25 Sept 2023. Accepted: 30 Sept 2023. Published: 5 Oct 2023]

Full-Text PDF Issue Access

 

ারসংক্ষেপ

অধিকাংশ ক্ষেত্রেই লোকসংস্কার ও লোকবিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় লোকঔষধ ও লোকচিকিৎসার মধ্যে। প্রাচীনকাল থেকেই রোগ সমাধানের জন্য মন্ত্র-তন্ত্র, তুক-তাক, বশীকরণ ইত্যাদির সূত্র ধরে লোকচিকিৎসা পদ্ধতি জন্মলাভ করলেও এর সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে বিবিধ গাছ-গাছড়া, শিকড়-বাকল ইত্যাদি। তবে এর মন্ত্র-তন্ত্রের গুণাগুণ কতটা সেটা সবই অলৌকিক বিশ্বাসের বিষয় হলেও গাছের গুণাগুণ অস্বীকার করা যায় না। আবার অনেক গাছের শিকড়-বাকল যে সবার শরীরের পক্ষে ভালো তেমনও নয়, এতে ক্ষতিরও আশঙ্কা থাকে। বর্তমান প্রবন্ধে লোকচিকিৎসার সঙ্গে লোকবিশ্বাস, বিজ্ঞান ও অপবিজ্ঞানের সম্পর্ক দেখানোর পাশাপাশি আজও কত মানুষ কেনো এই চিকিৎসা বিধির সাহায্য নিয়ে থাকেন তাও গাণিতিক পরিসংখ্যানের নিরিখে বিশ্লেষণ করা হয়েছে।  

সূচক শব্দ: দাঁতন, লোকচিকিৎসা, আদিবাসী সম্প্রদায়, অলৌকবিশ্বাস, লৌকিক বিধি

Sustainable Development Goals: Good Health and Well-being